স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম দেশের মধ্যবিত্তদের জন্য সুখবর, মোদী সরকার দিতে চলেছে বড় উপহার
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
নয়া দিল্লীঃ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার (Modi Sarkar) মধ্যবিত্তদের জন্য একটি বড়সড় উপহার দিতে চলেছে। সরকার এখন মধ্যবিত্তদের (Middle Class) জন্য নতুন করে স্বাস্থ পরিষেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই পরিষেবা তাঁদের জন্য হবে, যারা এখনো পর্যন্ত কোন পাবলিক হেলথ কেয়ারের আওতায় পড়েনি। সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, নীতি আয়োগ (Niti Ayog) এই পরিকল্পনার রূপরেখা তৈরি করে নিয়েছে। এই নতুন স্বাস্থ পরিষেবায় তাঁদের যুক্ত করা হবেনা, যারা আগে থেকেই আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের সুবিধা ভোগ করছেন। আপনাদের জানিয়ে রাখি, আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা সেই সমস্ত দরিদ্র মানুষেরা নিচ্ছে, যারা নিজে থেকে ভারত কোনরকম স্বাস্থ বীমা করাতে পারবেননা। নীতি আয়োগের পরামর্শদাতা (স্বাস্থ) অলোক কুমার বলেন, ‘ দেশের প্রায় ৫০ শতাংশ জনসংখ্যা এখনো পর্যন্ত কোন সার্বজনীন স্বাস্থ পরিষেবার সাথে যুক্ত নয়। আর সেই সব মানুষদের থেকে হাতে গোনা কিছু টাকা নিয়ে তাঁদের স্বাস্থ পরিষেবার সাথে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। এই প্রকল্প মিডিল ক্লাসদের স্বাস্থের দেখভাল করবে।”
File Pic অলোক কুমার বলেন, মিডিল ক্লাস মানুষদের যদি দেশে উন্নত স্বাস্থ পরিষেবার নির্মাণের জন্য ২০০ থেকে ৩০০ কোটি টাকা দিতে হয়, তাহলে তাঁরা কোন সমস্যায় পড়বেনা। এই যোজনা কার্যকর হবে বলেন আশা করেন উনি। আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (আয়ুষ্মান ভারত) অনুযায়ী, মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ সুবিধা পায়। এই যোজনা দরিদ্র মানুষদের জন্য আর এই যোজনা অনুযায়ী ৫ লক্ষ টাকার বীমা পাওয়া যায়। যদিও সরকার মধ্যবিত্তদের জন্য এরকম কোন প্রকল্প চালু করেনি। তবে এই নতুন প্রকল্পের মাধ্যমে এই প্রথম দেশের মধ্যবিত্তরা হেলথ কেয়ারের সুবিধা নিতে পারবে।
ভারত-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ এত সুদৃশ্য কোনও দিন ছিল না। হায়দরাবাদে পা রেখেই মন্তব্য ইভাঙ্কা ট্রাম্পের। বিশ্ব শিল্পোদ্যোগী সম্মেলনে (জিইএস-২০১৭) যোগ দিতে ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে তথা অন্যতম প্রধান পরামর্শদাতা ইভাঙ্কা। এর আগেও ভারত সফরে এসেছেন তিনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের মেয়ে বা অন্যতম প্রধান পরামর্শদাতা হিসেবে এটাই তাঁর প্রথম ভারত সফর। ৩৫০ জনের মার্কিন প্রতিনিধি দল নিয়ে জিইএস-২০১৭-তে যোগ দিচ্ছেন ইভাঙ্কা। সম্মেলন শুরু আগে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্টের মেয়ে। উদ্বোধনী ভাষণে জানালেন, হায়দরাবাদের মতো একটা ঐতিহাসিক শহরকে তথ্যপ্রযুক্তির মহানগরীতে পরিণত হতে দেখে তিনি অভিভূত।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে ইভাঙ্কার বৈঠক নির্ধারিতই ছিল। জিইএস-২০১৭-তে যোগ দেওয়ার আগে এ দিন সেই বৈঠক হয়। ভারত-মার্কিন বাণিজ্যিক আদান-প্রদান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েই মোদীর সঙ্গে ইভাঙ্কার আলোচনা হয় বলে খবর। প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে ইভাঙ্কাই সবচেয়ে প্রভাবশালী। তাই হোয়াইট হাউজে ইভাঙ্কা ট্রাম্প একটি অ...
Comments
Post a Comment